ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রাপ্তির স্থান |
০১ |
ভূমি উন্নয়ন কর আদায় |
Land Development Tax Ordinance,1976 অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায় সাপেক্ষে দাখিলা প্রদান করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: রেকর্ডীয় খতিয়ান |
সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস |
০২ |
নামজারী,জমাভাগ ও জমা একত্রীকরণ (ই-মিউটেশন) |
অনলাইনে www.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন। >ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রস্তাব/প্রতিবেদন প্রাপ্তি। >নোটিশ জারীর ভিত্তিতে উভয় পক্ষের শুনানী গ্রহনপূর্বক নামজারী, জমাভাগ ও জমা একত্রীকরণ অনুমোদন।
প্রয়োজনীয় কাগজপত্র: ১. সর্বশেষ মিউটেশনের খতিয়ান/ রেকর্ডীয় খতিয়ান (আর এস) ২. ওয়ারিশ সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) (অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত) ৩. মূল দলিলের ফটোকপি/সার্টিফাইড কপি/ভায়া দলিল ৪. ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা ৫. জমির চৌহদ্দিসহ কলমি নক্সা ৬. NID এর কপি |
উপজেলা ভূমি অফিস |
০৩ |
পেরীফেরীভুক্ত হাট-বাজারের (চান্দিনা ভিটি) একসনা বন্দোবস্ত প্রদান ও নবায়ন |
> নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন গ্রহন। >ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ ও জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন প্রাপ্তি। >লীজ গ্রহীতার সাথে বিধি মোতাবেক চুক্তিপত্র সম্পাদনপূর্বক নির্ধারিত লাইসেন্স ফি প্রাপ্তির ভিত্তিতে ডি.সি.আর প্রদান। >বাৎসরিক লাইসেন্স নবায়নের ক্ষেত্রে লাইসেন্স গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে (প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে) নির্ধারিত হারে লাইসেন্স ফি গ্রহনপূর্বক নবায়নের নিমিত্তে ডি.সি.আর প্রদান।
প্রয়োজনীয় কাগজপত্র: ১. আবেদনপত্র ২. ২০ টাকার কোর্ট ফি ৩. ট্রেড লাইসেন্স ৪. NID এর কপি |
জেলা প্রশাসকের কার্যালয় /উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় / উপজেলা ভূমি অফিস |
০৪ |
ভিপি একসনা লীজ নবায়ন (কেবলমাত্র ‘ক’ তফসিলভূক্ত সম্পত্তির ক্ষেত্রে)
|
>লীজ গ্রহীতা কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। >ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন প্রাপ্তি(প্রযোজ্য ক্ষেত্রে)। > নির্ধারিত হারে লীজমানি গ্রহনপূর্বক নবায়নের নিমিত্তে ডি.সি.আর প্রদান।
প্রয়োজনীয় কাগজপত্র: ১। ২০ টাকার কোর্ট ফিসহ আবেদন ২। পূর্বের ডিসিআর এর ফটোকপি ৩। বরাদ্দপত্রের ফটোকপি |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/উপজেলা ভূমি অফিস |
০৫ |
কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
>কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা,১৯৯৭ মোতাবেক নির্ধারিত ফরমে আবেদন গ্রহন। >উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ। >অনুমোদিত প্রস্তাবের আলোকে বন্দোবস্ত গ্রহীতার সাথে কবুলিয়ত সম্পাদন। >কবুলিয়ত সম্পাদনান্তে নামজারীপূর্বক দখল হস্তান্তর।
প্রয়োজনীয় কাগজপত্র: ১. ছবিসহ আবেদনপত্র (আবেদনকারীর ছবি স্থানীয় চেয়ারম্যান/মেম্বার দ্বারা সত্যায়িত হতে হবে) ২. ভূমিহীনের সনদ ৩. স্থানীয় চেয়ারম্যানের সনদ/জাতীয় পরিচয়পত্র |
জেলা প্রশাসকের কার্যালয়/ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় /সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
০৬ |
অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
>অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা,১৯৯৫ মোতাবেক নির্ধারিত ফরমে আবেদন গ্রহন। >প্রাপ্ত বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় প্রেরণ। >প্রেরিত প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয় হতে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রেরণ। >ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বন্দোবস্ত গ্রহীতার সাথে কবুলিয়ত সম্পাদনপূর্বক নামজারী ও দখল হস্তান্তর।
প্রয়োজনীয় কাগজপত্র: ১।আবেদনপত্র ২। কোনো সুবিধাভোগী/প্রতিষ্ঠানের হয়ে আবেদন করলে তার প্রমাণপত্র ৩। ৩ কপি ছবি ৪। এনআইডি-এর কপি |
ভূমি মন্ত্রণালয়/জেলা প্রশাসকের কার্যালয় / উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
০৭ |
নামজারি রিভিউ |
>নামজারির ৩০ কার্যদিবসের আবেদন প্রাপ্তির পর ইউনিয়ন ভূমি অফিসে প্রতিবেদনের জন্য প্রেরণ >প্রতিবেদন প্রাপ্তির পর শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান >দাখিলকৃত দলিলাদি/ কাগজপত্র বিবেচনা ও শুনানি গ্রহণান্তে জমাখারিজের আদেশ রিভিউ করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: ১। ২০ টাকার কোর্ট ফিসহ আবেদন ২। প্রয়োজনীয় দলিলাদি |
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
০৮ |
খতিয়ানের করণিক ভুল সংশোধন |
>আবেদন প্রাপ্তির পর প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ >প্রতিবেদন প্রাপ্তির শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ >উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে রেকর্ড সংশোধন করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: ১। ২০ টাকার কোর্ট ফিসহ আবেদন ২। প্রয়োজনীয় দলিলাদি |
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
০৯ |
খাস ভূমি ব্যবস্থাপনা ও খাস ভূমি অবৈধ দখল মুক্ত করা |
ভূমি প্রশাসন ম্যানুয়াল ও ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী কার্যক্রম গ্রহন করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: আইনানুসারে |
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় /ইউনিয়ন ভূমি অফিস |
১০ |
রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনা |
ভূমি উন্নয়ন কর বকেয়া হলে Public Demand Recovery Act.1913 অনুযায়ী রেন্ট সার্টিফিকেট মামলা দায়েরপূর্বক বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় করা হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: লাল নোটিশ |
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
১১ |
অভিযোগ এবং তথ্য ও পরামর্শ |
ভূমি সংক্রান্ত যে কোন অভিযোগ এবং তথ্য ও পরামর্শের জন্য সহকারী কমিশনার(ভূমি) এর সাথে যোগাযোগ করুন অথবা
প্রয়োজনীয় কাগজপত্র: http://acl.phulchari.gaibandha.gov.bd/ এই লিংকে ক্লিক করুন।
|
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস